AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোস্তাফিজুর রহমান মামুনের মানবিক পদক্ষেপে ভালুকায় কর্মী সম্মেলন হয়ে উঠল দৃষ্টান্তমূলক


Ekushey Sangbad
ভালুকা উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৫:৪৯ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোস্তাফিজুর রহমান মামুনের মানবিক পদক্ষেপে ভালুকায় কর্মী সম্মেলন হয়ে উঠল দৃষ্টান্তমূলক

ময়মনসিংহের ভালুকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভালুকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক এই কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মতো একটি ব্যতিক্রমী মানবিক আয়োজন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। সম্মেলনটির সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতার উল আলম ফারুক, শহিদুল আমিন খসরু, ভালুকা পৌর বিএনপি‍‍`র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, ভালুকা উপজেলা বিএনপি‍‍`র অন্যতম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনটি সঞ্চালনা করেন রুহুল আমিন মাসুদ ও শামসুদ্দিন আহমেদ।

রাজনীতি সাধারণত স্লোগান, বক্তব্য আর মিছিলে সীমাবদ্ধ থাকে। কিন্তু ভালুকার কর্মী সম্মেলনে দেখা গেল ভিন্ন এক চিত্র। স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুনের সৌজন্যে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প সম্মেলনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

হাজারো নেতাকর্মীর ভিড়ে উপস্থিত অসুস্থ ও অসহায় কর্মীরা সেখানে দ্রুত প্রাথমিক চিকিৎসা পান। ফলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা অনেক কর্মী রাজনৈতিক সমাবেশে স্বাস্থ্যঝুঁকির শিকার না হয়ে নিরাপদে অংশ নিতে পেরেছেন।

এই উদ্যোগ প্রমাণ করেছে রাজনীতি কেবল ক্ষমতা বা আন্দোলন-সংগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের প্রতি দায়বদ্ধতাও এর গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় নেতারা বলছেন, মামুনের এই পদক্ষেপ রাজনৈতিক কর্মসূচিকে এক মানবিক রূপ দিয়েছে, যা নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

রাজনীতির অঙ্গনে এ ধরনের মানবিক উদ্যোগ বিরল হলেও প্রয়োজনীয়। কারণ, রাজনীতি তখনই মানুষের আস্থা অর্জন করে যখন তা তাদের জীবনের বাস্তব সমস্যার সমাধানে এগিয়ে আসে। মামুনের এই আয়োজন নিঃসন্দেহে দলীয় রাজনীতির ইতিহাসে একটি প্রশংসনীয় নজির হয়ে থাকবে।

কর্মী সম্মেলনের দিন ভালুকার রাস্তাজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ। আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী একটি বিশাল মিছিল নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেন। মিছিলে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, স্লোগান আর শৃঙ্খলাবদ্ধ পদচারণে চারপাশ মুহূর্তেই রাজনৈতিক আবহে ভরে ওঠে।

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!