AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠিত


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:৩৫ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠিত

গাজীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে অনিল লিও কস্তা আহবায়ক, অরুন প্রসাদ মজুমদার সদস্য সচিব এবং প্রদীপ মিত্র ভজন সিনিয়র যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন। কমিটিতে মোট ৩১ সদস্য রয়েছেন এবং আরও সাত জনকে যুগ্ম আহবায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস.এন. তরুন দে এর যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়েছে।

আহবায়ক অনিল লিও কস্তা কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি পূর্বে উপজেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভ লিঃ (কাককো) এর ভাইস চেয়ারম্যান।

সদস্য সচিব অরুন প্রসাদ মজুমদার বিএনপি’র কালিয়াকৈর উপজেলার সাবেক সহ-সভাপতি এবং গাজীপুর জেলার সহ ধর্ম বিষয়ক সম্পাদক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জুয়োলজিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

সিনিয়র যুগ্ম আহবায়ক প্রদীপ মিত্র ভজন কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদল ও উপজেলা যুব দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি থানা ও জেলা বিএনপি’র সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা বিএনপি’র হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি।

প্রদীপ মিত্র ভজনের শিক্ষা জীবনে ১৯৭৫ সালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শ্রমিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং নরসিংদী সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি মুনসুরপুর এলাকার মৃত অশোক রঞ্জন মিত্রের পুত্র এবং তিন কন্যা সন্তানের জনক।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!