সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সাংগঠনিক টিমের সদস্য সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মামুদ পলাশ এবং জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী শেখ।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শনকে ধারণ করে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন এবং তৃণমূল পর্যায়ে দলের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচি সফল করতে সভায় দিকনির্দেশনামূলক আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে