AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারাকান্দায় জেলা যুবদলের নেতা রফিকের বৃক্ষরোপণ কর্মসূচি


Ekushey Sangbad
তারাকান্দা, ময়মনসিংহ প্রতিনিধি
০৮:০৩ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৫

তারাকান্দায় জেলা যুবদলের নেতা রফিকের বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।

জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের লাউটিয়া উচ্চ বিদ্যালয় এবং বানিহালা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ সুমন বাপ্পি, মোঃ আল আমিন, তারাকান্দা উপজেলা যুবদলের নেতা মোঃ ফরিদ আহমেদ, রুবেল আহমেদ, রাকিব, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, এবং তারাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের নেতা দিদার প্রমুখ।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, “ভালো কাজ করতে হবে এবং দলের দুর্নাম হতে পারে এমন কাজ থেকে বিরত থাকতে হবে। এতে জনসাধারণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন বৃদ্ধি পাবে।” 

তিনি আরও বলেন, “আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে জনসাধারণের সকল আশা ও আকাঙ্ক্ষা পূরণ হবে। ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক দলীয় এজেন্ডা নয়; এটি দেশের ভবিষ্যৎ ও জনগণের কল্যাণের রূপরেখা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিচারব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার—সব ক্ষেত্রেই এটি ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার বহন করছে। আমরা চাই, দেশের প্রতিটি নাগরিক এটি জানুক, বুঝুক এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনে সম্পৃক্ত হোক।”

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!