বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধুবিল ইউনিয়নের ধুবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের গণমানুষের নেতা, চার বারের সাবেক জাতীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টামন্ডলীর সদস্য, প্রয়াত জননেতা আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের সু-যোগ্য পুত্র এবং সিরাজগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিন। সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাহিদ মান্নান লেনিন বলেন, “বেকার যুবক ও ছাত্রদের বলছি, যারা পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছেন, তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে রায়গঞ্জে বসেই হাজার হাজার টাকা আয় করতে পারেন।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা আমাদের প্রথম লক্ষ্য। তারেক রহমান হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি। তার দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা ও সংগ্রামী চেতনা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য ভূমিকা রাখছে।”
সভায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং সকল ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে