বানেশ্বর বাজারে ছাত্রদল নেতা হুমায়ুন কবিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির লিখিত বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বানেশ্বর মাংস হাটায় জবাইকৃত গরুর পেটে বাচ্চা বের হওয়া নিয়ে বাজার ইজারাদার ও বণিক সমিতির কিছু অবহেলার কারণে তাকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বাজারে দীর্ঘদিনের সিন্ডিকেটের কারণে অসুস্থ ও গর্ভবতী গরু বিক্রি এবং নকল শীল ব্যবহার চালু রয়েছে। হুমায়ুন কবির প্রশাসনের নজরদারি না থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন এবং সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন, শিলমাড়িয়া ইউনিয়ন, ভালুকগাছী ইউনিয়ন, বেলপুকুর ইউনিয়ন ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল নেতারা।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

