AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মাওলানা আব্দুল হালিম

পিআর পদ্ধতি আদায় করেই নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াত


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৬:৪১ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পিআর পদ্ধতি আদায় করেই নির্বাচনে অংশগ্রহণ করবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি আদায়ের মাধ্যমে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম একথা জানান।

গোবিন্দগঞ্জ মডেল মসজিদের হল রুমে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা আমীর আব্দুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, জেলা সেক্রেটারি জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, প্রচার বিভাগের সেক্রেটারি মাজহারুল ইসলাম, জেলা শিবির সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম, পৌর সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

মাওলানা আব্দুল হালিম বলেন, “জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রক্ষমতায় না গেলেও এর নেতা-কর্মীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সততার সঙ্গে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। একটি মানবিক বাংলাদেশ ও জনকল্যাণমুখী সরকার গঠনের জন্য সৎ মানুষকে নেতৃত্বে আনতে হবে।”

তিনি আরও বলেন, “এখন আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। যাদের রক্তের বিনিময়ে এ দেশে নতুন স্বাধীনতা এসেছে, তাদের চেতনা ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। তাই দ্রুত সংস্কার করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।”

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!