বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার নির্বাহী সদস্য ও তানোর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, জাতীয় দৈনিক সময়ের আলো’র তানোর প্রতিনিধি এইচ.এম. ফারুকের প্রয়াত পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় তানোর বাজারস্থ উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখা ও তানোর উপজেলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক সংস্থা তানোর শাখার সহ-সভাপতি বকুল হোসেন, সহ-সভাপতি হামিদুর চৌধুরী, কোষাধ্যক্ষ সেলিম রেজা, মনিরুজ্জামান মনি, আজকের বসুন্ধরা’র স্টাফ রিপোর্টার আনসার আলী তালুকদার স্বাধীন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজ উদ্দিন সরকার, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, আশরাফুল ইসলামসহ অন্যরা।
দোয়া পরিচালনা করেন সাংবাদিক মফিজ উদ্দিন সরকার। এ সময় তানোরের সকল সাংবাদিক পরিবারের সুস্থতা কামনা করা হয় এবং মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।
প্রসঙ্গত, সাংবাদিক এইচ.এম. ফারুকের পিতা কালাম সরদার হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে