গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া গ্রামে জব্বার কসমেটিক্সের বাড়ি সংলগ্ন আবু সাঈদের পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরপাড়ে ছাগল চরাতে গিয়ে এক নারী পানিতে মরদেহ ভাসতে দেখে চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান থানা পুলিশকে অবহিত করেন। পরে সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার ঘটনাস্থলে গিয়ে তার উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। রহস্যজনক মৃত্যুর এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন চলছে।
ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, “সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” তিনি আরও জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে