জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে পড়ে ওমর ফারুক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই এলাকার মো. মনির হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশু মনির হোসেনের তৃতীয় ছেলে। সকালে বাড়ির উঠানে খেলনা গাড়ি নিয়ে খেলছিল সে। খেলতে খেলতে হঠাৎ গাড়ি চালিয়ে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশীরা দেখতে পান শিশুটি খেলনা গাড়িসহ পানিতে ভাসছে। সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মনির হোসেন বলেন, “বাড়ির ভেতরেই খেলছিল আমার ছেলে। হঠাৎ সবার অগোচরে পানিতে পড়ে যায়।”
একুশে সংবাদ/জা.প্র/এ.জে