AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত



প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বৃহত্তর জামালপুরের সাবেক জেলা উন্নয়ন সমন্বয়কারী ও শেরপুর-৩ আসনের দুই বারের সাবেক সংসদ সদস্য প্রয়াত ডাঃ সেরাজুল হকের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ীদের মিলনায়তনে ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের আয়োজন করে এই অনুষ্ঠান।

সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। সভাপতিত্ব করেন ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের সভাপতি ফকির মোহাম্মদ সিদ্দীক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত ডাঃ সেরাজুল হককে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনগণের প্রকৃত প্রতিনিধি। তাঁর অবদান শুধু রাজনৈতিক পরিসরেই নয়, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবার ক্ষেত্রেও অনন্য।

প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল বলেন, “ডাঃ সেরাজুল হক শুধু আমার বাবা ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান ও মানবিক নেতা। জনগণের পাশে থাকা, তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করা ছিল তাঁর জীবনের মূল লক্ষ্য। তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন সেবার হাতিয়ার হিসেবে। বর্তমান প্রজন্মের তরুণদের উচিত তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়া।”

আলোচনা সভা শেষে প্রয়াত ডাঃ সেরাজুল হকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় ডাঃ সেরাজুল হক কেন্দ্রীয় স্মৃতি সংসদের নেতাকর্মী, বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!