AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত ২



পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত ২

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর পৌর এলাকার তাজ রাইচ মিলের সামনে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদ রানা (২০)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ ভবানীপুর সরকারপাড়ার বাসিন্দা। আহতরা হলেন মোস্তাফিজ ইসলাম রিফাত (১৯) ও মাসুম মিয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ রানা মোটরসাইকেলে দুই বন্ধুকে নিয়ে খোলাহাটি বাণিজ্য মেলা থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা মেট্রো-ন-১৩-৬৩৭৮ নম্বরের একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা নিহত হন এবং তার দুই সঙ্গী গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ল্যাম্প হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পার্বতীপুর মডেল থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৫/৯৮/১০৫ ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তভার দেওয়া হয়েছে এসআই পিন্টু কুমার দাসকে।

কভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পর থেকেই ভ্যানের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

একুশে সংবাদ/দি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!