AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পূর্ববিরোধের জেরে কালীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে জখম


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৩:১৯ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পূর্ববিরোধের জেরে কালীগঞ্জে সাংবাদিককে পিটিয়ে জখম

কালীগঞ্জে পূর্ববিরোধের জেরে জাকারিয়া আল মামুন নামে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জাকারিয়ার পরিবার জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার জামালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দাপ্তরিক কাজে নিজ বাড়ি জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা থেকে কালীগঞ্জে যাওয়ার পথে কালীমন্দির এলাকায় কিছু লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে রাস্তায় ফেলে তাকে পিটিয়ে জখম করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত জাকারিয়া আল মামুন দৈনিক ঢাকার ডাক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি।

তিনি অভিযোগ করে বলেন, “সংবাদ সংগ্রহের কাজে বের হলে জামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহেরের ছেলে মাহমুদুল হাসান, ইউনিয়ন ছাত্রদলের ৭নং ওয়ার্ড সভাপতি মো. ফাহিম, রাসেল, রাফিকসহ অজ্ঞাত ৮-১০ জন আমার পথরোধ করে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। আমি প্রতিবাদ করলে তাদের হাতে থাকা লোহার রেঞ্জ দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। মাটিতে ফেলে হাত, পা ও মাথায় গুরুতর জখম করে।”

অভিযুক্ত মাহমুদুল হাসান অবশ্য ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের আগে জাকারিয়া প্রায়ই আমার কাছে বিভিন্ন কারণে টাকা চাইত। টাকা না দিলে পুলিশের ভয় দেখাতো। ঘটনার দিন তর্কাতর্কির এক পর্যায়ে জাকারিয়া তার হেলমেট দিয়ে আমাকে আঘাত করে।” তবে কোন কারণে টাকা চাইতেন, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা মারামারির ঘটনা দেখেছেন, তবে কারণ জানেন না।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসিলি ঘোষ মুনমুন বলেন,
“ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে। মাথায় মারাত্মক জখমের কারণে বেশ কিছু সেলাই দিতে হয়েছে। রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!