লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচনে মোট ৯টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রিসাইডিং কর্মকর্তা ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন করা হয়েছে।
সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও মো. সুমন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোস্তফা ভূঁইয়া ও এস এম আরাফাত জুয়েলসহ মোট ৯টি পদে ২৭ জন প্রার্থী লড়ছেন।
এদিকে সরেজমিনে দেখা গেছে, নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বাজারের বিভিন্ন স্থানে এবং ভোটকেন্দ্রের আশপাশে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। প্রার্থীদের সমর্থকরা নানা উপায়ে ভোটারদের উৎসাহিত করছেন।
ভোটগ্রহণ শেষে আজ বিকেলেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে