বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে ডাকা হরতাল সর্বাত্মকভাবে পালন করছে মোরেলগঞ্জ উপজেলায় সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাগেরহাট-৪ আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে সড়কে মিছিল করেন এবং উপজেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
হরতালের কারণে সকাল থেকেই সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কসহ উপজেলার সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও সরকারি অফিসের সেবা কার্যক্রমও স্থবির হয়ে পড়ে। এমনকি ছোট-বড় নদীর খেয়া ও সড়ক বিভাগের ফেরি চলাচল বন্ধ থাকায় মোরেলগঞ্জ কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কর্মসূচিতে অংশ নিয়ে কাজী খায়রুজ্জামান শিপন বলেন,“স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। মোরেলগঞ্জ-শরণখোলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র করে এ আসন কেটে নেওয়া হয়েছে। ১৭ বছর ধরে এই আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। ইসি যদি বাগেরহাট-৪ আসন ফিরিয়ে না দেয়, তাহলে রবিবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। অবিলম্বে এই আসন ফিরিয়ে দিতে হবে।”
এ সময় উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ স্থানীয় নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে