AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর গোয়ালন্দে ঘটনায় ১৮ জন গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রাজবাড়ী
১১:১২ এএম, ৯ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দে ঘটনায় ১৮ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক, পরিচিত নুরাল পাগলা, এর দরবারে হামলা এবং লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, গোয়ালন্দে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ক্ষতি, মারামারি, আহত ও নিহত ব্যক্তি, সম্পদ লুটপাট এবং কবর থেকে লাশ উত্তোলন ও দাহের ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুরও রয়েছেন। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন এবং মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর পাশাপাশি, মাজার ভাঙচুর, মারামারি, লুটপাট এবং লাশ উত্তোলন ও দাহের ঘটনায় নিহতের বাবা মো. আজাদ মোল্লা (৫৫) সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সংঘর্ষে একজন নিহত হন এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!