ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খানের সাথে কিশোর আলো যুব সংগঠনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় ওসি রজিউল্লাহ খান কিশোর আলো যুব সংগঠনের কার্যক্রমের বিস্তারিত তালিকা পর্যালোচনা করেন এবং সংগঠনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যেই সম্পাদিত বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভিডিওচিত্র ওসি কে দেখানো হলে তিনি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি আশ্বাস দিয়ে বলেন— “কিশোর আলো যুব সংগঠন যে মানবিক ও সামাজিক কাজগুলো করে যাচ্ছে, তার সাথে আমি সবসময় আছি। এ সংগঠনের যেকোনো কাজে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।”
ওসি রজিউল্লাহ খান আরও জানান, তিনি সুযোগ পেলেই সরাসরি কিশোর আলো যুব সংগঠনের সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন— কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান, সিনিয়র সহ-সভাপতি সাগর হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি ও সাংবাদিক সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি মোঃ কবির হোসেন, উপ-সেচ্ছাসেবক সম্পাদক মুস্তাকিম আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আঃ সালাম মোল্লা।
কিশোর আলো যুব সংগঠন সবসময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ওসি স্যারের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ সংগঠনের সদস্যদের আরও অনুপ্রাণিত করেছে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                            
