AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অনির্দিষ্টকালের গণছুটি, ভোগান্তির আশঙ্কা



বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অনির্দিষ্টকালের গণছুটি, ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রামের বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে মোট ৭৬ জন কর্মকর্তা এই ছুটি নিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

সমিতির সদস্যরা জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কার, আরইবির শোষণ ও নিপীড়ন বন্ধ এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির দাবিতে তারা চার দফা দাবি উত্থাপন করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ছুটিতে থাকবেন।

সকালে বোয়ালখালী জোনাল অফিসে কর্মকর্তারা একত্রিত হয়ে একে একে ছুটির দরখাস্ত জমা দেন এবং পরে অফিস ত্যাগ করেন। ফলে বর্তমানে অফিসে কেবল নিরাপত্তার দায়িত্বে থাকা দুই প্রহরী ও ডেপুটি জোনাল ম্যানেজার (ডিজিএম) ছাড়া কেউ উপস্থিত নেই।

বোয়ালখালী অফিসের ডিজিএম জানান, ৭৬ জন কর্মকর্তার মধ্যে দুইজন নিয়মতান্ত্রিক ছুটিতে (অসুস্থতার কারণে) রয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,
“এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ কোনো কারণে ট্রিপ করলে তা চালু করার মতো যথেষ্ট লোকবল নেই। এতে বিদ্যুৎ বিপর্যয়ের ঝুঁকি রয়েছে।”

তবে আপাতত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা চলছে। গণছুটিতে যাওয়া অনেক কর্মকর্তা নিজ বাড়িতে ফিরে গেছেন, কেউ কেউ কর্মস্থলের আশপাশে অবস্থান করছেন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!