AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১০ পিএম, ৩১ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যেদিন জাতীয় ঐকমত্যের নথি জমা দেওয়া হলো, সেদিন বৃষ্টি হচ্ছিল। তার আগে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। আমরা বৃষ্টি সইতে সইতে সকল রাজনৈতিক দলের একমত নিয়ে নথি স্বাক্ষর করেছি। কিন্তু যখন তা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছালো, দেখা গেল অনেক পার্থক্য রয়েছে।”

ফখরুল আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন তৈরি করেছে, সেই কমিশন প্রায় এক বছর ধরে ঐকমত্য বিষয়ক আলোচনা চালিয়েছে। আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছিলাম, কিছু বিষয়ে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। তবে মূল বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছিলাম। নির্বাচনে গেলে এই বিষয়গুলো আমাদের ম্যানিফেস্টোতে থাকবে। ভোট পেলে এগুলো বাস্তবায়িত হবে, না পেলে বাদ পড়বে।”

তিনি অভিযোগ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা আশা করেছিলাম যে নোট অব ডিসেন্টগুলো অন্তর্ভুক্ত করা হবে, কিন্তু তা হয়নি। এটি আস্থার সেতু ভাঙা এবং দেশের রাজনৈতিক সংকটের জন্য তাদের দায় রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!