নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সতীহাটে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার ও দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় উপজেলার ১৪ ইউনিয়নের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নেতারা বলেন, দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ে প্রতিটি ইউনিয়নে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে, যা দলকে আরও সুসংগঠিত করবে। পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক শক্তিকে মাঠপর্যায়ে সক্রিয় ও দৃশ্যমান করার সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে।
সভায় আসন্ন কর্মসূচি ও ইউনিয়নভিত্তিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা ও ঐক্য নিশ্চিত করা জরুরি।
পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে, তা আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে