নাটোরের বড়াইগ্রামে বনপাড়া শহরের তৃণমূল নেতা–কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বনপাড়া পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূর আলম মিয়াজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল হাসান মেমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।
এছাড়া সভায় বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সজিব ভূঁইয়া, বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাদিমুল ইসলাম নয়ন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তরুণ নেতৃত্ব আলামিন হক বাবু, মো. নজরুল ইসলাম কাজী, জাহাঙ্গীর আলম, মো. আব্দুল বারী, মো. সৈকত হোসেন, লালন প্রামানিক, তারেক রহমানসহ বনপাড়া পৌর শহরের ১২টি ওয়ার্ডের সর্বস্তরের নেতা–কর্মীরা।
একুশে সংবাদ/না.প্র/এ.জে