চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার পয়েন্ট বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দরিদ্র এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বক্তারা বলেন, পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডটি ঘনবসতিপূর্ণ এবং নিম্ন আয়ের মানুষের বসবাস। এ ওয়ার্ডে ৪টি বস্তি রয়েছে। প্রায় ২৩ হাজার মানুষের বসবাস হলেও ওএমএসের সুবিধা পান মাত্র ২০০ পরিবার। আগে এ ওয়ার্ডে ৪ জন ডিলার চাল ও আটা বিতরণ করলেও বর্তমানে হঠাৎ করেই একজন ডিলার নির্ধারণ করা হয়েছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত অন্তত ৪–৫টি নতুন ডিলার পয়েন্ট স্থাপনের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, গৃহবধূ বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন বুলবুলি প্রমুখ।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহন আহমেদ বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা মেনেই ডিলার নিয়োগ করা হয়েছে। তবে কোনো এলাকার জনসংখ্যা বেশি হলে বা চাহিদা থাকলে আমাদের জানাতে হবে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। এরপর মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন ডিলার নিয়োগ দেওয়া সম্ভব হবে।”
একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে