AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি: ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ


Ekushey Sangbad
আবু হেলাল, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি
০৩:৩১ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরে দুদকের দিনব্যাপী গণশুনানি: ১২৫ অভিযোগের নিষ্পত্তিতে জনতার আগ্রহ

শেরপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দিনব্যাপী দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা” ও “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ এবং মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান অনুষ্ঠান সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া এবং ময়মনসিংহ বিভাগীয় দুদক পরিচালক (অ.দা.) তাজুল ইসলাম ভূঁইয়া।

দিনব্যাপী গণশুনানিতে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের মোট ১২৫টি অভিযোগ উত্থাপিত হয়, যার অধিকাংশ ভূমি ও সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে। অতিথিরা জানান, জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলে দুদক সবসময় জনগণের অভিযোগ সমাধানে সচেষ্ট থাকবে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!