ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে গলায় জুতার মালা পরানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনা ঘটে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হারুনের হাট সংলগ্ন নতুন বাজার এলাকায়।
ভিডিওতে দেখা যায়, ওই ইউনিয়নের বিএনপি ৫নং ওয়ার্ড সভাপতি মো. হুমায়ুন কবির নিজ হাতে নারীর গলায় জুতার মালা পরান, আর ২০-২৫ জন উপস্থিত থেকে চুল কাটতে অংশ নেন। হুমায়ুন কবির বিষয়টি স্বীকার করে বলেন, “ওরা বহুদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তাই এবার বিচার করেছি।”
ওসি ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম জানিয়েছেন, গ্রেফতারকৃতদের ছাড়াও অন্য আসামিদেরও শিগগিরই গ্রেফতার করা হবে।
একুশে সংবাদ/ভো.প্র/এ.জে