AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে অসহায় রানী বালার পাশে কিশোর আলো যুব সংগঠন এর প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি ,ফরিদপুর  
০২:০৪ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

চরভদ্রাসনে অসহায় রানী বালার পাশে কিশোর আলো যুব সংগঠন এর প্রধান উপদেষ্টা

ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় বসবাসরত অসহায় ক্যান্সার আক্রান্ত নারী রানী বালা— যার জীবন সংগ্রাম এক করুণ বাস্তবতার নাম। নেই কোনো পাকা ঘর, ভাঙাচোরা কুঁড়েঘরে বসবাস। ঘরে নেই একটি চৌকিও, মাটির উপরেই শুয়ে থাকতে হয় তাকে। বর্ষাকালে ঘরের ভেতরে বৃষ্টির পানি ঢুকে যায়, তখন আরও দুর্ভোগ বেড়ে যায়।

রানী বালার রয়েছে দুই ছেলে। একজন মানসিক ভারসাম্যহীন (পাগল), অপরজন গরিবের সংসার সামলে চলতে গিয়ে মায়ের খোঁজ খবর নিয়মিত নিতে পারে না। ফলে রানী বালা আজ একেবারেই অসহায় হয়ে পড়েছেন।

এই দুঃখজনক সংবাদ জানার পর কিশোর আলো যুব সংগঠন দ্রুত রানী বালার বাড়িতে ছুটে যায়। সংগঠনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা জনাব আলমগীর কবির এর উদ্যোগে রানী বালার হাতে তুলে দেওয়া হয় এক মাসের খাদ্য সামগ্রী।

খাদ্য সহায়তার মধ্যে ছিল ২৫ কেজির চাল,আটা,ডাল,তেল,ডিম,সাবান,নিত্যপ্রয়োজনীয় মসলা,ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য।

সংগঠনের নেতৃবৃন্দ জানান—“যেখানে অসহায় মানুষ আছে, সেখানেই আমরা ছুটে যাই। মানবতার টানে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রধান উপদেষ্টা আলমগীর কবির ভাই সর্বদা অসহায় মানুষের পাশে আছেন এবং থাকবেন, ইনশাআল্লাহ।”

সংগঠন আরও জানায়—“রানী বালার মতো অসংখ্য অসহায় মানুষ আজ সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাই সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রবাসীদের প্রতি অনুরোধ— আপনারাও এগিয়ে আসুন।”


একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!