কিশোরগঞ্জের ইটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম কালীপদ চন্দ্র সূত্রধর (৪০)। তিনি তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা, সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।
আটকরা হলেন— আশরাফুল ইসলাম (২০), মো. নাঈম (১৯) এবং মো. দূর্জয় (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে রায়টুটী ব্রিজে ঘুরতে যাওয়ার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে গোয়ারা ব্রিজ এলাকায় গিয়ে তারা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে ছুরিকাঘাতে গুরুতর আহত হন চালক কালীপদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় স্থানীয়রা তিন যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল বলেন, "ঘটনার পরপরই তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
একুশে সংবাদ/কি.প্র/এ.জে