কক্সবাজারের রামু থানায় দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি মো. ইব্রাহিম (২০)কে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫, কক্সবাজারের একটি যৌথ অভিযানে রোববার (৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে মহিপুর থানার বিপিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম কক্সবাজার সদর উপজেলার উল্টাখালী এলাকার বাসিন্দা মো. ইউনুছের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট সকাল থেকে নিখোঁজ হন সিএনজি চালক রিয়াজ উদ্দিনের (৪৫) ছেলে মো. সোহেল (১৭), যিনি জীবিকার তাগিদে টমটম রিকশা চালাতেন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
পরদিন ৩ আগস্ট সকালে খবর পেয়ে স্বজনরা রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের উল্টাখালী এলাকার একটি নালায় সোহেলের রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার পর নিহতের বাবা রিয়াজ উদ্দিন বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা (মামলা নং-১৫, তারিখ ০৪/০৮/২০২৫, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে