কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে এই ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন তাহমিনা বেগম (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)। তাহমিনা মূলত সুজানগরের বাসিন্দা, তবে গত কয়েক বছর ধরে পরিবার নিয়ে কালিয়াজুড়িতে ভাড়া বাসায় থাকছিলেন। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। খাটের নিচে বালিশ পাওয়া গেছে, যা দিয়ে শ্বাসরোধ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে তারা। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে