AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে পালিত হচ্ছে হরতাল


Ekushey Sangbad
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাগেরহাট
১১:৩৮ এএম, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মোরেলগঞ্জে পালিত হচ্ছে হরতাল

বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জ উপজেলায় সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে হরতাল কার্যকর হয়।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।

সোমবার সকাল থেকেই সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি উপজেলার ছোট-বড় নদীতে খেয়া ও সড়ক বিভাগের ফেরি চলাচলও বন্ধ রয়েছে। এতে মোরেলগঞ্জ সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কর্মসূচি চলাকালে মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, “স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। এখন আসন কমিয়ে তিনটি করা হয়েছে। এটি মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়ন বঞ্চিত করার নীলনকশা মাত্র। মোরেলগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা, আর শরণখোলার বৃহৎ অংশ জুড়ে রয়েছে সুন্দরবন। এ অবস্থায় এই আসন কমানো কিছুতেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে আসনটি ফিরিয়ে দিতে হবে।”

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!