বাগেরহাট-৪ আসন পুনর্বহালের দাবিতে মোরেলগঞ্জ উপজেলায় সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে হরতাল কার্যকর হয়।
এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই হরতালের ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।
সোমবার সকাল থেকেই সাইনবোর্ড-শরণখোলা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি উপজেলার ছোট-বড় নদীতে খেয়া ও সড়ক বিভাগের ফেরি চলাচলও বন্ধ রয়েছে। এতে মোরেলগঞ্জ সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কর্মসূচি চলাকালে মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, “স্বাধীনতার পর থেকেই বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। এখন আসন কমিয়ে তিনটি করা হয়েছে। এটি মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়ন বঞ্চিত করার নীলনকশা মাত্র। মোরেলগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা, আর শরণখোলার বৃহৎ অংশ জুড়ে রয়েছে সুন্দরবন। এ অবস্থায় এই আসন কমানো কিছুতেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে আসনটি ফিরিয়ে দিতে হবে।”
একুশে সংবাদ/বা.প্র/এ.জে