কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গচিহাটা রেলস্টেশন সংলগ্ন মাঠে সহশ্রাম ধূলদিয়া, বনগ্রাম ও করগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন। উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুল্লাহু কায়সার শহীদ।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ রাব্বানী তৌকি, যুগ্ম আহ্বায়ক আমিনুজ্জামান শরীফ, মতিউর রহমান, শহীদুজ্জামান তারেক প্রমুখ। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ মো. আবুল বাশার, সৈয়দ টিপু সুলতান, সেলিম খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথি হাজী মোকাররম হোসেন তার বক্তব্যে বলেন, “যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত বা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলেছে, তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী বা সদস্য হতে পারবে না।”
সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে