AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাসির উদ্দিনের ফ্রি হেলথ ক্যাম্প


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৩:৫৯ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. নাসির উদ্দিনের ফ্রি হেলথ ক্যাম্প

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন সম্প্রতি স্থানীয়ভাবে আয়োজিত এক ফ্রি হেলথ ক্যাম্পে আগতদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

এই ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মানবিক দায়িত্ব পালনের উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে স্থানীয় জনগণ, চিকিৎসকবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। আমি আগামী নির্বাচনে নির্বাচিত হলে এই ধরনের কর্মসূচি আরও ব্যাপক আকারে পরিচালনা করব।”

তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা জনগণের পাশে রয়েছে এবং কল্যাণে কাজ করছে। এই হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে স্বাস্থ্যসচেতনতা ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই।”

ফ্রি হেলথ ক্যাম্পে আগত সকলকে শুভেচ্ছা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৫নং সিরতা ইউনিয়নের নবীরুল ইসলাম বলেন, “আমরা আশা করি, অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে ময়মনসিংহ-৪ আসন থেকে নির্বাচিত হবেন এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও ব্যাপকভাবে পরিচালনা করবেন।”

 

একুশে সংবাদ/ম.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!