AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিকগঞ্জে নারী শিক্ষক ও স্বামীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০১:০০ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জে নারী শিক্ষক ও স্বামীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মানিকগঞ্জের হরিরামপুরে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাম্মী সুলতানা ও তার স্বামী জিয়াউর রহমান জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাম্মী সুলতানা ও তার স্বামী স্থানীয়দের নামে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তারা এসব অভিযোগের বিচার এবং অভিযুক্ত দম্পতির শাস্তি দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে শাম্মী সুলতানা জানান, “আমার বাসা ঢাকায় হলেও চাকরির কারণে গ্রামে থাকছি। ঢাকায় থাকার সময় আমার চাচা ও চাচাতো ভাইরা আমার বাড়ি দখল করে রেখেছিল। আমি ফিরে আসায় তারা আর দখল করতে পারছে না। এ কারণেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উল্টো আমিই তাদের নির্যাতনের শিকার।”

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!