মানিকগঞ্জের হরিরামপুরে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাম্মী সুলতানা ও তার স্বামী জিয়াউর রহমান জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাম্মী সুলতানা ও তার স্বামী স্থানীয়দের নামে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তারা এসব অভিযোগের বিচার এবং অভিযুক্ত দম্পতির শাস্তি দাবি করেন।
অভিযোগ প্রসঙ্গে শাম্মী সুলতানা জানান, “আমার বাসা ঢাকায় হলেও চাকরির কারণে গ্রামে থাকছি। ঢাকায় থাকার সময় আমার চাচা ও চাচাতো ভাইরা আমার বাড়ি দখল করে রেখেছিল। আমি ফিরে আসায় তারা আর দখল করতে পারছে না। এ কারণেই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উল্টো আমিই তাদের নির্যাতনের শিকার।”
একুশে সংবাদ/মা.প্র/এ.জে