চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশে জাঁহাগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সর্ববৃহৎ জুলুছ।
জুলুছের সভাপতিত্ব ও আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবারের পীর সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ মমতাজি। শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং কলেমা খচিত পতাকা নিয়ে হাজারো ভক্ত, মুরিদ ও নবীপ্রেমিক অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, মহান আল্লাহ ইসলামকে রাসূল করিম (সা.) এর মাধ্যমে মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। রবিউল আউয়াল মাসে এবং ঈদে মিলাদুন্নবী পালনের মাধ্যমে দ্বীন ইসলামকে ধরে রাখার পাশাপাশি অনুসারীদের আলোকিত জীবনের পথে পরিচালিত হওয়া সম্ভব।
জুলুছটি কাঞ্চননগর শাহসুফি মমতাজিয়া দরবার থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দরবারে ফিরে আসে।
মাহফিলে উপস্থিত ছিলেন গাটিয়াডাংগা দরবারের পীর মুফতী মুহাম্মদ মজিবুর রহমান কাদেরী, শাহজাদা মাওলানা মুহাম্মদ মনজুর আলী, ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ মতি মিয়া মনসুর, বিভিন্ন দরবারের পীর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা ও শোভাযাত্রা শেষে দেশ ও জাতীর মঙ্গলের জন্য দোয়া পরিচালনা করেন পীর সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ মমতাজি।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে