বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরের বরমী শীতলক্ষ্যা নদীতে ১০ মন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরমী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে একটি ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। গণমুখী এসব কর্মসূচীর মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছেন। তাঁর সেই আদর্শ ধারণ করে বিএনপি সবসময় কৃষি ও অর্থনৈতিক উন্নয়নের কার্যক্রমে অংশ নেয়। মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে পরিবেশ, জীববৈচিত্র্য এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখা সম্ভব।” তিনি আগামী নির্বাচনের প্রেক্ষাপটে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
পরে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান ফকির, সিরাজ উদ্দিন কাঁইয়া, সদস্য সচিব মোছলেম উদ্দিন মৃধা, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিন বিএসসি, মাসুদ সরকার, শাহজাহান মোড়ল, নুরুল আমীন আকন্দ, আখতারুজ্জামান শামীম, রতন ফকির, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফাজ প্রধান, এম. এ. সিদ্দিক মন্ডল, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ মন্ডল এবং দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে