আলোকিত ও সচেতন নাগরিক গঠনের লক্ষ্য নিয়ে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। মেলার আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন বিষয়ে আগ্রহী করা জরুরি। বইই তাদের সেই জগতে পৌঁছাতে সাহায্য করবে।
মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থার দশ হাজারেরও বেশি বই প্রদর্শনের জন্য রাখা হয়েছে। রয়েছে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, ধর্ম, স্বাস্থ্য, রান্না, প্রযুক্তি, কম্পিউটার, জীবনী ও শিশুতোষ বই। বাংলা ও বিদেশি ক্লাসিকের পাশাপাশি সমকালীন লেখকদের রচনা মেলায় স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিমুদ্দিন, বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা, ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুল, জেলা বিএনপির সদস্য মো. আনিসুর রহমান তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের মেলা কেবল বই বিক্রির আয়োজন নয়, বরং এটি সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে পাঠচর্চার সংস্কৃতি ও জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
একুশে সংবাদ/জ.প্র/এ.জে