কুড়িগ্রামের রাজীবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৪৭ বছরের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায়, কখনো আন্দোলনে থেকেছে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।”
সভায় বক্তারা বলেন, “বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছে। শহীদ জিয়ার আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে