AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে ১৪৪ ধারার সীমানার বাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা



সুন্দরগঞ্জে ১৪৪ ধারার সীমানার বাইরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৪৪ ধারার সীমানার বাইরে দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার পরে দহবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ সভাপতি মো. মোজহারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ও কঞ্চিবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, দহবন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির অপর গ্রুপও পৃথকভাবে প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারার সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। সকাল থেকে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়ন এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই গ্রুপ একই স্থানে পৃথক কর্মসূচি (সভা-সমাবেশ) ঘোষণা করায় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় সুন্দরগঞ্জ পৌর শহরে ১৪৪ ধারা জারি করেছেন।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!