AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



উলিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিজয় মঞ্চ ও শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিজয় মঞ্চে ফিরে সমবেত হয়।

সমাবেশে বিকেলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, মহিলা দলের আহ্বায়ক রশিদা বেগম লতা, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বিগত ১৭ বছর আমরা মন খুলে কিছু বলতে পারিনি, কিছু করতেও পারিনি। এখন সময় এসেছে মন খুলে কথা বলার। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এই সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে—এটাই আমাদের প্রত্যাশা।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!