কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদমদীঘি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপি সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস. মাসুদ আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইসলামি স্টাডিজ গ্রুপের সাধারণ সম্পাদক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি ফজলুল বারী তালুকদার বেলাল। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, কামরুল হাসান, শাহিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, আনোয়ার হোসেন হিটলু, মজনু তালুকদার, ফরিদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাজী শামীম আহম্মেদ, যুবদল নেতা শাহ রিয়ন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, তাঁতীদলের সভাপতি আকবর খান, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিবসহ বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে