সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারি আটক হয়েছেন। জগন্নাথপুর থানা পুলিশ ২ সেপ্টেম্বর রাতে রানীগঞ্জ ইউনিয়নের নলজুর নদীর উপর নির্মিত স্টীল ব্রিজের কাছে অভিযান পরিচালনা করে হুমায়ূন কবির (৪২) ও মোঃ শাহজাহান মিয়া (২৫)-কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রায় এক লাখ টাকার চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র হুমায়ূন কবির ও সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত জবান আলীর পুত্র শাহজাহান মিয়া।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশনায় সাব-ইন্সপেক্টার মোঃ আল-আমিন ও দিপংকর হালদার, এএসআই আলী আকবরের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে সিএনজিটি তল্লাশী করা হয়।
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা নিশ্চিত করেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ৩ সেপ্টেম্বর তারা সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে