AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে সাড়ে ৩ বছর আইনি লড়াই শেষে শপথ নিলেন ইউপি সদস্য খোকন মিয়া


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৮:২৭ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

তিতাসে সাড়ে ৩ বছর আইনি লড়াই শেষে শপথ নিলেন ইউপি সদস্য খোকন মিয়া

কুমিল্লার তিতাস উপজেলায় সাড়ে তিন বছরের বেশি সময় আইনি লড়াই শেষে অবশেষে শপথ নিলেন জগতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য মো. খোকন মিয়া।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন তাকে শপথ বাক্য পাঠ করান।

২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডে মো. নুরুল ইসলাম ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোকন মিয়া পান ২৯৭ ভোট। ফলাফলে কারচুপির অভিযোগ এনে খোকন মিয়া নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।

দীর্ঘ শুনানির পর ট্রাইব্যুনাল পুনঃগণনা করে দেখতে পায়, খোকন মিয়া পেয়েছেন ২৯৭ ভোট আর নুরুল ইসলাম পেয়েছেন ২৯৬ ভোট। এ ভিত্তিতে সংশোধনী গেজেট প্রকাশিত হয়। নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তবে হাইকোর্টও নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখে।

ইউএনও সুমাইয়া মমিন বলেন, “আদালতের রায়ের ভিত্তিতে মো. খোকন মিয়াকে ইউপি সদস্য হিসেবে শপথ পড়ানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।”

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে খোকন মিয়া বলেন, “আমি ন্যায়বিচারে বিশ্বাসী ছিলাম। দীর্ঘ অপেক্ষার পর জনগণের প্রতিনিধি হিসেবে শপথ নিতে পেরে আমি আনন্দিত। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের দোয়া চাই।”

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!