বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে মিরপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন। বুধবার বিকেলে মিরপুর বাজার রোডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
তিনি বলেন, “বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং দেশে উন্নয়নের ধারা সূচনা করেছেন। দেশপ্রেম ও সততার প্রতীক শহীদ জিয়াকে ধারণ করেই আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন সংগ্রামী প্ল্যাটফর্ম।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা জেল-জুলুম, গুম-খুন ও নির্যাতন সহ্য করেও দল ছাড়েনি। এখন দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র চলছে, তবে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন। বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশীদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে অধ্যাপক শহীদুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। হাতে ও শরীরে ধানের শীষ প্রতীক ধারণ করে, রঙ-বেরঙের পোশাকে এবং ব্যান্ডের তালে তালে প্রায় সাত থেকে আট হাজার নেতা-কর্মী র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মিরপুর ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে