গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। সেখান থেকে একটি বিশাল র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রসাদপুর বাজারের চারমাথা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. এ. মতীন। তিনি বলেন, “বিএনপি কখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। দেশের মানুষ আজ ভোটের অধিকার ফিরে পেতে চায়, আর সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। রাজপথেই থেকে এই সরকার পতনের আন্দোলন চালিয়ে যাব।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।
নেতারা বলেন, “দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। জনগণ পরিবর্তন চায়, আর বিএনপি-ই সেই পরিবর্তনের একমাত্র আশ্রয়। বর্তমান সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। বিএনপি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে এগিয়ে যাচ্ছে।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, আলহাজ্ব মন্টু মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল জলিল, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ডি. এম. আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান, শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রদলের আহ্বায়ক সহিদুজ্জামান ছালেক ও সদস্য সচিব পলাশ কুমারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে সমাবেশটি সর্বস্তরের নেতাকর্মীর মিলনমেলায় রূপ নেয়।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে