AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার
০৭:১১ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার পৌঁছেছেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে আরও দুইজন ব্যক্তি ছিলেন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, যাদের প্রাতিষ্ঠানিক পরিচয় প্রকাশ করা হয়নি।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, বেলা সাড়ে ১১টায় তারা কুতুবজোম ইউনিয়নের ৩০ শয্যাবিশিষ্ট এক্সিলারেট হোপ হসপিটালে পৌঁছান। এ সময় তারা বিমানবন্দর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ঘাট পর্যন্ত স্পিডবোটে চলাচল করেন।

হোপ হসপিটাল পরিদর্শনকালে হাস হসপিটালের কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি এক্সিলারেট এলএনজি টার্মিনাল ও হোপ ফাউন্ডেশনের যৌথ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’-এর স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে মহেশখালী পরিদর্শন করেছেন।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় ফিরবেন।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!