বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আত্রাইয়ে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শাওন (১৬) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের যসপাড়া গ্রামের মো. রহিদুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাওন সকালে মোটরসাইকেলে আত্রাই উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। পথে কুশাতলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ভটভটিটি জব্দ করে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান মুঠোফোনে জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ভটভটিটি জব্দ করা হয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে