ঝালকাঠির রাজাপুরে বিএনপির দুই গ্রুপ পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ৬ মনোনয়ন প্রত্যাশীদের নেতৃত্বে একটি গ্রুপ শহরের বিভিন্ন প্রান্ত থেকে র্যালি নিয়ে বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভায় বক্তব্য দেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, বিএনপির নেতা কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত।
বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করার জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র পুনরায় চালু করেন। আমরা বিএনপিকে ভালোবাসি এবং দেশকে সবার সামনে সম্মানজনকভাবে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
অন্যদিকে, উপজেলা বিএনপির অন্য একটি গ্রুপ বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে বাঘড়ি বাজার পেট্রোল পাম্প থেকে র্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে সমাবেশে মিলিত হয়। সমাপনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
উভয় কর্মসূচিতে রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। উল্লেখ্য, গত ১৩ আগস্ট শান্তি-শৃঙ্খলা রক্ষার কারণে উপজেলা প্রশাসন এক সমাবেশ স্থলকে ১৪৪ ধারা জারি করে সীমিত করেছিল।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

