AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমরা বেঁচে থাকতে ফরিদপুর-৫ আসনকে বিচ্ছিন্ন হতে দেব না — কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম বাবুল


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৮:৩৮ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

আমরা বেঁচে থাকতে ফরিদপুর-৫ আসনকে বিচ্ছিন্ন হতে দেব না — কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম বাবুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় আয়োজিত আনন্দ র‌্যালির আগে এক পথসভায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, “আমরা বেঁচে থাকতে ফরিদপুর-৫ আসন থেকে তিনটি ইউনিয়ন বিচ্ছিন্ন হতে দেব না।”

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভাঙ্গা অবিচ্ছেদ্য চাই। অপচেষ্টা রুখতে প্রয়োজনে মানববন্ধন করব, বিক্ষোভ করব, রাজপথে লড়াই করব। তবুও ভাঙ্গা মায়ের অঙ্গছেদ মানি না, মানবো না। যারা এই ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি—আমরা কারো পরোয়া করি না।”

তিনি আরও বলেন, “আমাদের হাজার হাজার নেতা-কর্মী নির্যাতিত ও নিপীড়িত হয়েছে, তবুও বিএনপিকে দাবিয়ে রাখা যায়নি। এখন বিএনপির জোয়ার চলছে, হাজার হাজার নেতা-কর্মী বিএনপির ছায়াতলে আসছে। ভাঙ্গাকে কেউ বিচ্ছিন্ন করতে চাইলে আমরা বিনা চ্যালেঞ্জে ছাড়ব না।” বক্তব্য শেষে তিনি ‘ভাঙ্গা মায়ের অঙ্গছেদ মানি না, মানবো না’ স্লোগানে মাঠ মুখরিত করে তোলেন।

পরে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে মাদ্রাসা চত্বর থেকে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি ফরিদপুর–বরিশাল ও ঢাকা–খুলনা এক্সপ্রেসওয়ে প্রদক্ষিণ করে। এর আগে তিনটি ইউনিয়ন (আলগি, হামিরদি ও মানিকদহ) অবিচ্ছিন্ন রাখার দাবিতে উপজেলা বিএনপি সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। প্রায় আধা ঘণ্টা ধরে নেতা-কর্মীরা ঢাকা–ভাঙ্গা–খুলনা এক্সপ্রেসওয়ের ওপর বসে প্রতিবাদ জানান। তারা হুঁশিয়ারি দেন, ইউনিয়নগুলো বিচ্ছিন্ন করা হলে দক্ষিণবঙ্গ অচল করে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি কুচক্রী মহল নির্বাচন কমিশনে আবেদন করেছে—ভাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে যুক্ত করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিথিল, ছাত্রদলের জেলা আহ্বায়ক সৈয়দ আদনান হোসেন অনু, উপজেলা বিএনপির নবনির্বাচিত সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, ফারুকুজ্জামান ছোট্টু, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, প্রচার সম্পাদক ইমরান মির্জা, দপ্তর সম্পাদক স্মরণ আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মিজানুর রহমান পান্না, পলাশ মুন্সী, ওসমান মুন্সী, কৃষক দলনেতা আলম মুনশি ও আরিফ মুন্সি, নবনির্বাচিত কৃষক দলের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রোমিও, যুবদল নেতা গোলাম আজম, শাওন বিশ্বাস, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!