AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযান, কেএনএ’র সরঞ্জাম উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বান্দরবান
০৩:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযান, কেএনএ’র সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ) এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। এ অভিযানে প্রশিক্ষণ কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং সংগঠনটির স্থাপনা দখল নিয়েছে সেনারা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রায় এক মাসব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এতে রুমার রেং ত্লাং নামক দুর্গম জনবসতিহীন এলাকায় কেএনএ’র প্রশিক্ষণ শিবির চিহ্নিত করে সেনারা তল্লাশি চালায়।

অভিযানে কাঠের তৈরি রাইফেল, স্নাইপার বন্দুকের সিলিং, সামরিক বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা ও কৌশলগত স্থাপনাও দখলে নেয় সেনারা।

আইএসপিআর আরও জানায়, পাহাড়ে বসবাসরত সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!