পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান এবং উদ্বোধন করেন জাকির হোসেন নান্নু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর মঞ্চ প্রাঙ্গণে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মামুন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম মুকুল, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল (কেন্দ্রীয় নির্বাহী কমিটি); মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা; বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল সত্তার হাওলাদার, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি প্রমুখ।
একুশে সংবাদ/প.প্র/এ.জে