AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমনের টর্চার সেলে পুলিশের অভিযানে তিন সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০৩:৫৮ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমনের টর্চার সেলে পুলিশের অভিযানে তিন সহযোগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী মামুন আল মুজাহিদ ওরফে সুমন বাহিনীর নিয়ন্ত্রিত পাঁচটি টর্চার সেল ভেঙে গুড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়াসাঙ্গুন গ্রামে সুমনের নিয়ন্ত্রিত টর্চার সেলগুলোতে অভিযান চালানো হয়। এ সময় আস্তানাগুলোতে তল্লাশি চালিয়ে একটি ইয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়ারগানটি রাইফেল হিসেবে ব্যবহার করে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতো সুমন বাহিনী।

গ্রেফতার তিন সহযোগী হলেন—বরমী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (১৮), কোষাদিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আব্দুল শাহিদ (৩৫) ও বড়নল গ্রামের মৃত হাসেমের ছেলে কফিলউদ্দিন (৬৫)। তাদেরকে দুপুরে গাজীপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, সুমন বাহিনীর টর্চার সেলগুলোতে নিয়মিত মাদকের আড্ডা বসতো। নিরীহ মানুষকে ধরে এনে মারধর ও অর্থ আদায় করাই ছিল তাদের প্রধান কর্মকাণ্ড।

ওসি আব্দুল বারিক বলেন, গত রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সুমন ও তার সহযোগী রাজিবকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সুমন টর্চার সেলগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে সুমনকে আটক করে পুলিশ। পরে থানায় নেওয়ার পথে তার সহযোগীরা পুলিশের ওপর একাধিকবার হামলা চালায় এবং রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর-মাওনা সড়কের টেংরা মোড়ে মোটরসাইকেল মহড়া দিয়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। তবে তিনদিন পর রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!